করোনা উপসর্গে যুবদল কর্মীর মৃত্যুতে ফখরুলের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ পিএম, ০১ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনা ভাইরাস উপসর্গে যুবদলের এক কর্মীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, ফেনী সদর উপজেলার সনুয়া ইউনিয়ন যুবদলের একনিষ্ঠ কর্মী মো. রিপন (৩০) গত সাত দিন ধরে জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, পাতলা পায়খানা ও ভীষণ শ্বাসকষ্টে ভুগছিল। রিপনের পরিবার চিকিৎসার জন্য মুমূর্ষু রিপনকে নিয়ে ফেনী সরকারি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়ঝাঁপ করেছেন কিন্তু কোথাও চিকিৎসা পাননি। অবশেষে বুধবার (১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাসের সকল উপসর্গ নিয়ে মারা যান তিনি।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, রিপনের পরিবার-পরিজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে সমব্যাথী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

কেএইচ/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।