‘জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্বদলীয় বৈঠক ডাকুন’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৪ এপ্রিল ২০২০

করোনার কারণে সৃষ্ট ভয়াবহ সংকটে সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া আজ সময়ের দাবি। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ থেকে বাংলাদেশের জনগণকে রক্ষায় এবং করোনা পরবর্তী সামাজিক-অর্থনৈতিক পুনর্বাসনে ভবিষ্যতমুখী পরিকল্পনা গ্রহন ও নির্দেশনা প্রদানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া প্রধানমন্ত্রীর প্রতি সর্বদলীয় বৈঠক ডাকার এ আহ্বান জানান।

তারা বলেন, করোনার কারণে জাতি হিসেবে আমরা এক ভয়াবহ সংকটের মুখোমুখি। এর তীব্রতা এবং বিস্তৃৃতি আমাদের জাতিকে এখন এক মৌলিক আর দীর্ঘ দিনের অমীমাংসিত প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা কি এই বিপত্তি মোকাবিলার জন্য আবার জাতি হিসেবে ১৯৭১'র মত ঐক্যবদ্ধ হতে পারবো ? সরকার আর সরকারের বাইরে এখন সকলের এক কাতারের অবস্থান তৈরি হয়েছে।

ন্যাপ নেতৃদ্বয় সরকার তথা প্রধানমন্ত্রীর প্রতি ‘সর্বদলীয় ঐক্য’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার সবার বিচরণ সীমিত করে জনগণকে ঘরে আবদ্ধ রেখেই নিজের একক প্রচেষ্টায় এই বিপদ থেকে উত্তরণের পথ খুঁজছে। এতে বৃহত্তর জনগোষ্ঠী জাতীয় প্রয়াসের সাথে একাত্ম হচ্ছে না।

তারা বলেন, সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকার আর ক্ষমতাসীন দলকেই এই উদ্যোগের কাণ্ডারি হতে হবে। তাদের সকল রাজনৈতিক দলকে একই প্লাটফরমে এসে এই বিপর্যয় মোকাবিলার জন্য খোলা মন নিয়ে আহ্বান করতে হবে।

কেএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।