যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আজাদ বাকির মৃত্যুতে ফখরুলের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৭ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নিউইয়র্কের বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র কার্যকরী কমিটির সদস্য ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আজাদ বাকি ৬ এপ্রিল সোমবার ভোরে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরহুম আজাদ বাকি বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।

তিনি নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জে চাকরি করতেন, তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-জিয়ার আদর্শের একজন সত্যিকারের নেতাকে হারালো।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।