নিম্ন আয়ের মানুষদের গুরুত্ব দিতে মান্নার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে অপ্রতুল প্রস্তুতি আর ব্যবস্থাপনার অভাবে এক সঙ্কটময় অবস্থায় পড়েছে দেশ। এ অবস্থায় যেন দেশের নিম্ন আয়ের মানুষকে বাঁচিয়ে রাখা যায় সে-বিষয়টিকে প্রথমে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দেশে দিন আনে দিন খায় এমন ছয় কোটির অধিক মানুষকে আগামী তিন মাস বা ছয় মাস যেন খাওয়ানো যায় সেজন্য যে কোনোভাবেই হোক ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বার্ষিক উন্নয়ন বাজেট থেকে ব্যয় কমিয়ে এ-ক্ষেত্রে ব্যয় করতে হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, বিপর্যয়ের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনো উন্নয়ন প্রকল্প হতে পারে না। ইতিমধ্যে আমরা দেখেছি যেটুকু সহায়তা দরিদ্র মানুষের জন্য যাচ্ছে তাতে সরকার দলীয় স্থানীয় প্রভাবশালীদের দ্বারা চুরি, ওজনে কম দেয়া, সাহায্যের চাল-গম বাইরে বিক্রয় করা, এসব নিয়ে কথা বলা সাংবাদিকদের হেনস্থা করার মতো অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো শুরু হয়ে গেছে।

তিনি বলেন, মানুষ এ কার্যক্রমের তদারকির জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপ আশাপ্রদ ভূমিকা রাখতে পারে। দুর্যোগের এই সময়ে সব দলকে এক হয়ে কাজ করতে হবে, আর এই উদ্যোগ নিতে হবে সরকারকেই।

তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সঠিক ব্যবস্থা নেয়া না-হলে দেশে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

আমাদের দল নাগরিক ঐক্য সীমিত সাধ্যের মাঝেই মেডিকেল টিম করে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করছে। ইতোমধ্যে ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রাতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খসরুর উদ্যোগে ভাটারায় বস্তির ১০০ পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, লবণ বিতরণ করা হবে।

কেএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।