গ্রহীতার পরিচয় গোপন রেখে খাবার পৌঁছে দিচ্ছেন তারা
যেসব পরিবার কারও কাছে কিছু চাইতে না পেরে করোনা প্রাদুর্ভাবে খাবারের কষ্টে রয়েছেন তাদের বাসায় খাদ্যসামগ্রী বিতরণ করছে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন।
খাদ্যসামগ্রী নেয়াদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখেই সংগঠনটি তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, করোনা প্রাদুর্ভাবে অনেকে সরকার বা অন্যান্য সংস্থার সহায়তা নিতে পারছেন না অথচ খাবার কষ্টে রয়েছেন। আমরা সংগঠন থেকে সাধ্যমত চেষ্টা করছি। তবে সত্যি বলতে আমরা যা দিচ্ছি তা প্রয়োজনের তুলনায় কিছুই না। এরপরও সম্ভবমতো চেষ্টা করছি। আমরা নিজস্ব পদ্ধতিতে এসব শ্রেণির মানুষ খুঁজে তাদের খাবার সামগ্রী সরবরাহের চেষ্টা করছি।
আমি মনে করি এ মুহূর্তে যারা খাদ্যসামগ্রী বিতরণ করছেন দয়া করে কেউ ছবি তুলবেন না। করোনাযুদ্ধে জয়ের পর আমরা সবাই না হয় একসঙ্গে হাসিমুখে ছবি তুলবো। সকলের প্রতি আমার এই আহ্বান ।
রিপনদের এ দলে রয়েছেন সংগঠনের সহ-সভাপতি মো. অলিউল্লাহ অলি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম মোহাম্মদ জুয়েল মিয়া প্রমুখ।
কেএইচ/এএইচ/এমকেএইচ