খাদ্যসামগ্রী বিতরণে নির্ভুল তালিকা করার আহ্বান জাসদের
করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে দিন আনে দিন খায় মানুষসহ যারা কর্মহীন হয়ে খাদ্য সংকটে আছেন, এমন ৭৫ লাখ পরিবার অর্থাৎ ৩ কোটি মানুষকে খাদ্য সহায়তা দেয়ার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শনিবার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এই স্বাগত জানান।
বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রীর বারবার হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও খাদ্য সহায়তা দিতে প্রার্থীদের তালিকা প্রণয়নে বহুক্ষেত্রেই সমন্বয়হীনতা-দুর্নীতি-স্বজনপ্রীতি-দলবাজি-দলীয়করণ করা হচ্ছে। যাদের দরকার নেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের নাম তালিকায় আছে তারা খাদ্য সহায়তা পায়নি। আবার কেউ কেউ একাধিকবার খাদ্যসামগ্রী নিয়েছে। কেউ কেউ একবারও পায়নি। স্বজনপ্রীতি ও দলবাজী এমন জঘন্য পর্যায়ে পৌঁছেছে যে খোদ আওয়ামী লীগের সাধারণ সদস্য কর্মী নিরূপায় অসহায় প্রকৃত খাদ্যসামগ্রী প্রার্থীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করে প্রভাবশালী ব্যক্তিরা তাদের ব্যক্তিগত পছন্দের লোকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করছে, যাদের খাদ্যসামগ্রী দরকারই নেই।
তারা বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ৭৫ লাখ পরিবারকে তালিকাভূক্ত করার কথা সেখানে এখন পর্যন্ত ৩৯ লাখ ৭৫ হাজার পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। এখনও ৪৫ লাখ ২৫ হাজার পরিবারের তালিকা তৈরিই হয়নি।
নেতৃদ্বয় বলেন, সুষ্ঠু ও নির্ভুল তালিকা প্রণয়নের জন্য গ্রাম বা শহরে একটি ওয়ার্ডকে একটি ইউনিট ধরে নির্বাচিত জনপ্রতিনিধির সাথে, ইউএনও বা ডিসির একজন প্রতিনিধি হিসেবে ১ জন সরকারি কর্মকর্তা , ১ জন মাধ্যমিক স্কুল শিক্ষক, ১ জন কলেজ শিক্ষক, ওই ওয়ার্ডে ববসবাসকারী ১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা কর্মকর্তা, ১ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত ১ জন কর্মচারী, ১ জন পল্লী চিকিৎসক, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শিকাকে সদস্য করে ত্রাণ কমিটি গঠন করতে হবে। এই কমিটির তত্ত্বাবধানে গ্রামপুলিশ, চৌকিদার, স্বেচ্ছাসেবী যুবক নিয়ে স্বেচ্ছাসেবক টিমও গঠন করতে হবে।
এইউএ/এমকেএইচ