বিএসএমএমইউয়ে পিপিই দিলো ঢাকা উত্তর আ.লীগ
করোনাভাইরাস প্রতিরোধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ৩০০ পিপিই ও ১০০০ মাস্ক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য ৩০০ পিপিই ও ১০০০ মাস্ক তুলে দিয়েছি। আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই চিকিৎসা সেবায় নিয়োজিতদের ব্যবহারের জন্য এই সামগ্রীগুলো পৌঁছে দিয়েছি।
এইউএ/এমএসএইচ/পিআর