বিএনপি নেতা সালামের পক্ষ থেকে ত্রাণ বিতরণ
করোনা ভাইরাসের মহামারিতে চরম বিপর্যয়ে সাধারণ মানুষ। খাদ্যের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে। ইতিমধ্যে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এই অবস্থায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের উদ্যোগে ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানায় এবং ওয়ার্ডে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মোহাম্মদপুর থানা বিএনপির ৩২নং ওয়ার্ডে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জামাল হোসেন টুয়েল, ইউসুফ প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আব্দুস সালামের উদ্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তারা। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকবে।
কেএইচ/এএইচ/এমকেএইচ