করোনা মোকাবিলায় চিকিৎসকরাই প্রকৃত যোদ্ধা : সোহেল
‘করোনাভাইরাসের ভয়াবহতা মোকাবিলায় চিকিৎসকরাই প্রকৃত যোদ্ধা’ এমন মন্তব্য করে চিকিৎসকদের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেছেন, এই দুর্যোগে আপনাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি বলেন, আপনাদের পাশে সবসময় আছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের চিকিৎসকরা।
শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে বারডেম হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে হাবিব-উন-নবী খান সোহেল এসব কথা বলেন।
সোহেল বলেন, করোনার ভয়াবহতায় বাংলাদেশসহ সারা পৃথিবীতে যে অবস্থা চলছে এই পরিস্থিতিতে আপনারা প্রকৃত যোদ্ধা, আর এই দুর্যোগে আপনারা যে অবদান রাখছেন আমরা তা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমরা ফিজিক্যালি থেকে আপনাদের সহযোগিতা করতে পারছি না তবে আমাদের মন ও সকল ইফোর্ট আপনাদের সাথে আছে এবং আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের চিকিৎসকরা আপনাদের পাশে আছে এবং তারা কাজ করে যাচ্ছে।
সোহেল বলেন, আমরা সমাজকর্মী হিসেবে মন থেকে আপনাদের জন্য দোয়া করি। তাই আপনাদের পাশে থেকে সহযোগিতা করার লক্ষ্যে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) আপনাদের উপহার প্রদান করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বারডেমের যুগ্ম পরিচালক ডা. নাজিম ফারিয়াম, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান দিপু, কার্যনির্বাহী সদস্য ডা. পাবেল, ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ।
কেএইচ/বিএ/এমকেএইচ