মাস্ক দেয়ায় চীনের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানাল বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের এ দুর্যোগের মাস্ক দিয়ে সহায়তা করায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।

বুধবার (২২ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের ই-মেইল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চায়না কমিউনিস্ট পার্টি (সিপিসি) করোনা প্রতিরোধে বিএনপির তৎপরতার প্রতি সংহতি প্রকাশ করেছে।

তার নিদর্শন হিসেবে চায়না কমিউনিস্ট পার্টির (সিপিসি) পক্ষ থেকে ২২ এপ্রিল সকাল ১১টায় ঢাকার চীনা দূতাবাস বিপুল পরিমাণ মাস্কের একটি অনুদান-চালান বিএনপি প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করেছে। বাংলাদেশের জনগণ ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি চায়না কমিউনিস্ট পার্টির এই সংহতি ও সহমর্মিতার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সিপিসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চায়না দূতাবাস থেকে সিপিসির এই বার্তা বিএনপিকে জানানো হলে অনুদানের (মাস্কের) চালান গ্রহণ করার জন্য চায়না দূতাবাসে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে পাঠানো হয়।

দলটির নেতা হিসেবে ছিলেন- বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। এছাড়াও দলে ছিলেন- আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।

চায়না দূতাবাসের পক্ষ থেকে যথাক্রমে ফেং ঝিজিয়া ও ঝেং ঐ অনুদান সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন। চীনা রাষ্ট্রদূতসহ ঢাকার দূতাবাসের কর্মকর্তাদেরও এ উপলক্ষে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

কেএইচ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।