করোনার মোকাবিলায় সরকারের ‘কর্মপরিকল্পনা’ প্রকাশের দাবি
করোনা মোকাবিলায় সরকারের আশু, মধ্য ও দীর্ঘ মেয়াদী ‘কর্মপরিকল্পনা তথা রোড ম্যাপ’ প্রকাশ করে উদ্বিগ্ন জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানিয়েছেন জে এস ডি সভাপতি আ স ম আবদুর রব।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আ স ম আবদুর রবের রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়জী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, দেরিতে হলেও সরকার করোনা সংক্রান্ত একটি টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করে শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য বাংলাদেশি স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করলে এ কমিটি আরও কার্যকর হবে।
এ কমিটিতে বিএমএ-এর পাশাপাশি অন্যান্য পেশাজীবী সংগঠন যেমন নার্সেস অ্যাসোসিয়েশন ও মেডিকেল টেকনোলজিস্ট সহ সংশ্লিষ্ট পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা আবশ্যক। এতে কারিগরি দক্ষতা সম্পন্ন সংশ্লিষ্ট জনগোষ্টির পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এর মাধ্যমে করোনা মোকাবিলায় গঠিত টেকনিক্যাল পরামর্শক কমিটিতে জাতীয় মেধার ঐক্যের প্রতিফলন ঘটবে।
এইউএ/এএইচ/পিআর