‘জন আকাঙ্ক্ষার’ রাজনৈতিক আত্মপ্রকাশ ২ মে
করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ২ মে নতুন নামে আত্মপ্রকাশ করবে জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দল। সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে দলের নাম, কর্মসূচি ও আহ্বায়ক কমিটি। সোমবার (২৭ এপ্রিল) সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে এক অনলাইন ভিডিও ব্রিফিংয়ে এই ঘোষণা দেন জন আকাঙ্ক্ষার প্রধান সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু।
জন আকাঙ্ক্ষার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনলাইন ব্রিফিংয়ে তিনি গত এক বছরের কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, এই সময়ে দেশে বিদেশে হাজারো নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তারা। তাদের সবার দেশ নিয়ে আশা, হতাশা আর স্বপ্নের কথা শুনেছেন। বুঝবার চেষ্টা করেছেন কিভাবে সম্ভব বাংলাদেশে নতুন রাজনীতি বিনির্মাণ। ২ মে শনিবার সকাল ১১টায় বিজয় নগরের দলের কেন্দ্রীয় দফতরে সীমিত আকারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেখানে দলের নতুন নাম, কর্মসূচি, আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি করোনা দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য কী করণীয় তা জানানো হবে মর্মে ঘোষণা দেন মঞ্জু।
সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনলাইন ব্রিফিংয়ে মঞ্জু আরও বলেন, সাম্প্রতিক করোনা সংকট আমাদের নতুন করে বুঝিয়ে দিয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটা ব্যর্থ এই সরকার। কতটা প্রয়োজন আজ নতুন করে এই রাষ্ট্রকে গড়বার, যেটাকে আমরা বলছি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে, দ্বিতীয় প্রজাতন্ত্র বিনির্মাণের লড়াই। তিনি দেশবাসীকে এই ঐতিহাসিক লড়াইয়ে অংশীদার হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন, সীমিত সময় এবং সম্পদ দিয়ে গত এক বছরে আমরা যা অর্জন করেছি তা অভাবনীয়। তিনি সংগঠক, স্বেচ্ছাসেবক এবং দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
অনলাইন ভিডিও ব্রিফিংয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, যুবনেতা সাজ্জাদ হোসাইন, যুবনেতা খালিদ হাসান, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, এস এম আব্দুর রহমান, ডি. এইচ মারুফ, ওবায়দুল্লাহ মামুন, অ্যাডভোকেট সাঈদ নোমান, আমজাদ হুসেইন, আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।
জেইউ/এমএফ/এমএস