হাটে হাটে কেন্দ্র স্থাপন করে কৃষকের ধান কেনার দাবি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০২ মে ২০২০

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, সরকারঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ এপ্রিল থেকেই কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনার কথা ছিল। অথচ দেখা যাচ্ছে, এখনও সরকারের তরফ থেকে সেরকম উদ্যোগ নেয়া হচ্ছে না। সরকার ধানের দাম মণপ্রতি ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু বেশিরভাগ জেলাতেই দেখা যাচ্ছে, এর চেয়ে অনেক কম মূল্যে ধান বিক্রি করতে কৃষককে বাধ্য করছে ফড়িয়ারা।

তিনি বলেন, বর্তমানে কৃষকরা যে ধান বিক্রি করছে তার দাম মণপ্রতি মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা, অথচ উৎপাদন খরচ পড়েছে ৭০০-৮৫০ টাকা। ঋণের টাকা পরিশোধ করতে দ্রুত তারা অল্প দামেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। সিন্ডিকেট ও ফড়িয়া-মজুতদারদের বিরুদ্ধে সরকার তেমন কোনো উদ্যোগ তো নিচ্ছেই না, এমনকি ন্যায্য দামে ধান কিনতেও কোনো তৎপরতা দেখাচ্ছে না। ফড়িয়া-মধ্যস্বত্বভোগীদের দাপট ও মিল মালিকদের কম দামে ধান কেনার সুযোগ দিতেই কৃষকদের তালিকা করতে ও ক্রয়কেন্দ্র চালু করতে দেরি করছে।

'আমরা হাটে হাটে ক্রয়কেন্দ্র চালুর দাবি করছি। কৃষক যে পরিমাণ ধান বিক্রি করতে চায় সবটুকুই তার কাছ থেকে কেনার দাবি জানাচ্ছি। কৃষকদের বকেয়া কৃষিঋণ মওকুফ ও পরবর্তী ফসল উৎপাদনের জন্য সুদমুক্ত ঋণ দেয়ার দাবি করছি। করোনা সংক্রমণ পরিস্থিতি চলাকালীন সময়ে কৃষকদের নগদ অর্থ সহযোগিতা এবং বাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়ার দাবি জানাচ্ছি',- বলেন তিনি।

এফএইচএস/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।