জাতীয় ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রীকে নুরের অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৩ মে ২০২০

সারাদেশে করোনা দুর্যোগ মোকাবিলায় সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক মুক্ত আলোচনায় তিনি এ অনুরোধ করেন। নাগরিক ঐক্যের উদ্যোগে ‘কোভিড-১৯ : বৈশ্বিক মহামারি এবং বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

নুর বলেন, ‘দেশের বর্তমানে যে অবস্থা তা সবেমাত্র শুরু, আমাদের আরও ভয়বহ পরিস্থিতির অপেক্ষা করতে হবে। সরকার শুরু থেকে বলেছে, করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। কিন্তু দেখা গেছে, প্রাইমারি যে নিরাপত্তা দরকার তাও পায়নি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। পিপিইর কথা বাদ দিলাম, তারা মাস্ক পর্যন্ত পায়নি। তাদের বাস্তব চিত্র ফুটে উঠেছে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জের সিভিল সার্জনের কথার মাধ্যমে।’

তিনি বলেন, ‘সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটি ঘোষণার পর মানুষও খুশিতে উৎফুল্ল হয়ে বাড়ি চলে গেছেন। একদিকে দেশে লকডাউন চলছে অন্যদিকে দেখা যাচ্ছে মানুষ সামাজিক দূরত্ব মানছে না। গা ঘেঁষে ঘেঁষে রাজধানীর বিভিন্ন বাজারে মিছিল দিয়ে বেচা-বিক্রি করছেন।'

গার্মেন্টসের চিত্র তুলে ধরে ভিপি নুর বলেন, গার্মেন্টেস খোলা নিয়ে সরকারের দ্বিমুখী নীতি দেখা গেছে। গার্মেন্টেস খুলেছে অথচ আমাদের স্বাস্থ্যমন্ত্রী জানেন না। তিনি জানেন না দোকান বন্ধ রাখা ২টা থেকে ৪টা করা হয়েছে। এটা চরম সমন্বয়হীনতার ফল।

নুর বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকারব্যবস্থা না থাকার করণে জনগণের কথাকে মূল্য দেয়া হচ্ছে না। বিশিষ্টজনদের কথাকে গুরুত্ব দেয়া হচ্ছে না। এখন একজন ব্যক্তিকেই হাইলাইট করা হচ্ছে। যেকোনো মন্ত্রণালয়ের পদক্ষেপে প্রধানমমন্ত্রী কী বলেন, সেদিকে সবাই চেয়ে থাকেন। তাহলে এতোগুলো মন্ত্রণালয় ও মন্ত্রীদের কি দরকার?

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলার চিত্র তুলে ধরতে প্রশাসনিক কর্মকর্তাদের বক্তব্য দিতে বললে তাদের দেয়া পাচঁ মিনিটের বক্তব্যের তিন মিনিটই থাকে প্রধনমন্ত্রীর গুণগান গাইতে। তারা একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে স্টেটকাট কথা বলতে পারেন না।'

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে ভিপি নুর বলেন, ‘এখনও সময় আছে দেশ যাতে দুর্যোগে-দুর্ভোগের দিকে না যায়, সে কথা বিবেচনা করে সব রাজনৈতিক দলের নেতাকর্মী নিয়ে অনলাইন কনফারেন্সে অথবা যেভাবে হোক একটা জাতীয় ঐক্য গড়ে তুলুন।'

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।

এ ছাড়া স্কাইপে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

কেএইচ/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।