আ. লীগকে ৬৪, বিএনপিকে ৫০ কোটি প্রণোদনা দেয়ার দাবি নাসিমের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১১ মে ২০২০

করোনা পরিস্থিতি মোকাবিলায় সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আর্থিক প্রণোদনা দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা (আসল বিএনপি) কামরুল হাসান নাসিম। ঈদুল ফিতরের আগে অর্থাৎ আগামী ২০ মে’র মধ্যে প্রণোদনার অর্থ দেয়ার দাবি জানান তিনি। সোমবার (১১ মে) জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, বাংলাদেশে পৌনে তিন কোটি রাজনৈতিক কর্মী আছে যারা মধ্যবিত্ত পরিবারের। তারা ঘরে বসে আছে। তারা কারও কাছে কিছু চাইতে পারছে না। যারা বড় পদে আছেন তাদের সমস্যা নেই কিন্তু কর্মীরা অসহায় হয়ে পড়েছে। দলের অসহায় কর্মীদের জন্য কিংবা যারা বিপদে আছে তাদের জন্য নির্বাচন কমিশনকে এখনই উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশনকে অভিভাবক হয়ে দায়িত্ব নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে এ প্লাস, এ মাইনাস, বি-ডি গ্রুপে বিভক্ত করে এই অর্থ প্রদান করতে হবে।

নাসিমের হিসেবে, ক্ষমতাসীন হলেও আওয়ামী লীগের ঐতিহ্য, বয়স, কর্মী, জনপ্রিয়তা যাচাই করে এ প্লাস। তাই আওয়ামী লীগকে ৬৪ কোটি টাকা, বিএনপি এ গ্রেড হারে ৫০ কোটি টাকা, জাতীয় পার্টি এ মাইনাস গ্রেডে ৩২ কোটি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বাসদ বি গ্রেড অনুসারে ২৪/২৫ কোটি টাকা, সর্বনিম্ন ডি ক্যাটাগরিতে রাখা যায় বিজেপি (পার্থ), জাকের পার্টি। এসব দলগুলোর জন্য ৫ কোটি টাকা। এছাড়া জামায়াতে ইসলামীকে এই প্রণোদনার বাইরে রাখার কথা বলেন তিনি।

নাসিম আরও বলেন, রাজনৈতিক কর্মীরা দুষ্টু লোকের থেকে টাকা নেবে এটা ব্যাড প্রাকটিস। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন করা না। রাজনৈতিক দল এবং কর্মীদের দেখার দায়িত্বও অভিভাবক হিসেবে তাদের। নির্বাচন কমিশনের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে এই আর্থিক প্রণোদনা দেয়া যায়। আর এটা হলে সবাই বুঝে নেবে যে প্রধানমন্ত্রীরও সমর্থন রয়েছে। এতে সুন্দর একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে।

কেএইচ/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।