কর্মহীন শ্রমজীবীদের নগদ অর্থ প্রদান মানবিক পদক্ষেপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন শ্রমজীবী মানুষদের নগদ অর্থ প্রদানের যে কর্মসূচি গ্রহণ করেছেন তাকে মানবিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
বুধবার (১৩ মে) যৌথ বিবৃতিতে ১৪ দলীয় জোটের নেতারা এ কথা বলেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান ও বাসদের রেজাউর রশীদ খান।
বিবৃতিতে বলা হয়, ‘একটি বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। লকডাউন শিথিলের সুযোগে একশ্রেণির দোকানদার ব্যবসায়ী স্বাস্থ্য সুরক্ষা না মেনে ব্যবসা চালু রেখেছেন। অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা করছি, এর মাধ্যমে ক্রম ঊর্ধ্বমুখী করোনা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী চলতি মাসটি খুবই বিপজ্জনক। যারা সারা বছর ব্যবসা করেছেন, সেই দোকানদার ব্যবসায়ীরা ঈদ বাজারের নামে আরও বড় ধরনের ব্যবসা করার সুযোগ নিয়ে সাধারণ মানুষকে বিপদে ঠেলে দিচ্ছেন।’
প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে জোটের নেতারা বলেন, ‘যারা স্বাস্থ্যবিধি মানবে না, তাদের প্রতিষ্ঠান সিল করে দিন। প্রয়োজনে অতি উৎসাহী ক্রেতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে আমরা দেখেছি, একশ্রেণির গার্মেন্টস ব্যবসায়ী গার্মেন্টস খোলার নামে বিপজ্জনক খেলায় মেতেছিল। এখন ঈদ বাজারের নামে ঢাকা ও বিভিন্ন জেলা শহরের হাজার হাজার মানুষ ঘর থেকে বের হওয়ায় ক্রমবর্ধমান করোনা আরও ভয়ঙ্কর আকারে যেতে পারে। এটা খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। এখনই এর প্রতিরোধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ ছাড়া কোনো বিকল্প নেই।
এইউএ/এএইচ/পিআর