রাজধানীতে করোনায় ওয়ার্ড যুবলীগ সভাপতির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৭ মে ২০২০

রাজধানীর যাত্রাবাড়ীতে সায়েম খন্দকার (৪৩) নামে এক যুবলীগ নেতা মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি যাত্রাবাড়ী থানাধীন ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

আজ রোববার (১৭ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সায়েম খন্দকারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরপরই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে তার সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদেরও আইসোলেশনে নেয়া হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য অধিদফতরের শনিবারের (১৬ মে) সবশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ৩১৪ জন।

এইচএস/এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।