নগদ সহায়তায় দুর্নীতি রোধে সেনাবাহিনীকে দায়িত্ব দিন
করোনা পরিস্থিতিতে হতদরিদ্র ৫০ লাখ পরিবারের জন্য সরকারের ২,৫০০ টাকা নগদ সহায়তা কার্যক্রমের তালিকা তৈরিতে কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।
একই সাথে সুষ্ঠুভাবে নগদ সহায়তা প্রদানের দায়িত্ব সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের কাছে পৌঁছানোর দাবি জানান।
রোববার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া এ দাবি জানান।
করোনার এই দুঃসময়ে যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী চুরি ও আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও সংঘটিত দুর্নীতির ঘটনায় উদ্বেগ জানিয়ে ন্যাপ নেতৃদ্বয় বলেন, প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অবস্থানসহ এই বিষয়ে তার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রায় প্রতিটি ক্ষেত্রেই কার্যকর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া কঠিন। এ অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে মোবাইল নম্বরের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নম্বর মিলিয়ে নগদ অর্থ পরিশোধ করা হবে— এমন বক্তব্য যথেষ্ট নয়, অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
কেএইচ/এমএআর/এমএস