৫০ লাখ পরিবারের তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জাসদের
নগদ সহায়তা গ্রহীতা ৫০ লাখ পরিবারের তালিকা জনসম্মুখে প্রকাশ এবং ভুয়া তালিকার সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।
রোববার (১৭ মে) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান। তারা ৫০ লাখ পরিবারকে মোবাইল ফোনে নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে আড়াই হাজার টাকা নগদ সহায়তা প্রদানের গ্রহীতা তালিকা প্রণয়নে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও আত্মসাতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা এই ৫০ লাখ নগদ সহায়তা গ্রহীতার তালিকা জনসম্মুখে প্রকাশ করা এবং যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়নের আহ্বান জানান।
তারা একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগকে দুর্নীতি-স্বজনপ্রীতি-স্বেচ্ছাচারিতা-আত্মসাতের মাধ্যমে কালিমালিপ্ত করেছে তাদের ত্রাণের চাল চোরদের মতোই অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
এইউএ/এমএসএইচ