দুই হাজার সবজি বিক্রেতাকে কৃষক লীগের ঈদ উপহার
ঢাকা শহরের দুই হাজার সবজি বিক্রেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর উত্তর শাখা কৃষক লীগ।
সোমবার (১৮ মে) রাজধানীর বাড্ডার সিরাজ মিয়া স্কুল মাঠে সবজি বিক্রেতাদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কেন্দ্রীয় নেতা বিশ্বনাথ সরকার বিটু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাকসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক হালিম খান প্রমুখ।
সবজি বিক্রেতাদের দেয়া ঈদ উপহারের মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ, তেল, কিসমিস ও খেজুর।
এর আগে তেজগাঁও, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন জায়গায় ৮০০ সবজি বিক্রেতাকে ঈদ উপহার দেয়া হয়। পর্যায়ক্রমে আগামীকাল ও পরশু দিন (মঙ্গল ও বুধবার) ঢাকা শহরের অন্য অঞ্চলে ভ্যান সবজি বিক্রেতাদের ঈদ উপহার দেয়া হবে কৃষক লীগের পক্ষ থেকে।
এইউএ/এইচএ/জেআইএম