ছুটি না বাড়ানোয় সরকারকে জাতীয় পার্টির ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৮ মে ২০২০

সাধারণ ছুটি না বাড়িয়ে লকডাউন পরিস্থিতি শিথিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিবৃতিতে সরকারের প্রজ্ঞাপন জারিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা শুরু থেকেই লকডাউন শিথিল করতে সরকারের প্রতি অনুরোধ করে আসছিলাম। আমরা সব সময়ই বলেছি জীবনের সাথে জীবিকার কথাও ভাবতে হবে। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

এইউএ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।