করোনাভাইরাস: সরকারি সিদ্ধান্তে জামায়াতের উদ্বেগ
করোনাভাইরাসের ভয়াবহ বিস্তৃতির মধ্যে আগামী ৩১ মে থেকে স্কুল-কলেজ ছাড়া অন্যান্য সব প্রতিষ্ঠান খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সংগঠনটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। যতই পরীক্ষা করা হচ্ছে ততই রোগী শনাক্ত হচ্ছে। প্রতিদিনই মৃত্যু হচ্ছে মানুষের। করোনাভাইরাসের এ জটিল পরিস্থিতিতে সরকারের জনপ্রশাসন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে যে, ৩১ মে থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সকল অফিস খুলে দেয়া হবে। জনপ্রশাসনমন্ত্রী বলেছেন, হাট-বাজার, দোকান-পাট আগের মতোই চালু থাকবে। সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় চালু থাকবে। ব্যাংকগুলোর শাখা খোলা থাকবে।
গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের এ ঘোষণায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি করোনাভাইরাসের ব্যাপক বিস্তৃতির বর্তমান প্রেক্ষাপটে সরকারের এ সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।
তিনি বলেন, সেনাবাহিনীর মাধ্যমে লকডাউন কঠোরভাবে কার্যকর করে করোনাভারাস পরিস্থিতি উত্তরণের পরই কেবল অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা যেতে পারে। এর আগে কোনো অবস্থাতেই অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। জনগণের জীবনের নিরাপত্তার স্বার্থে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান পরওয়ার।
কেএইচ/এমএসএইচ/পিআর