বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাসদের
বাসভাড়া বৃদ্ধির অযোক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
রোববার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এমন দাবি জানান।
তারা বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাস চালানো হলে একটি বাসের আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করলে ভাড়া ৫০% ভাগ বৃদ্ধিও এই সংকটকালে সাধারণ মানুষের জন্য 'মরার ওপর খাঁড়ার ঘা'র শামিল।
নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ার ফলে বাস চালনার খরচ অনেক কমিয়ে আনা সম্ভব।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাসভাড়া বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে ভাড়া যুক্তিসঙ্গতভাবে নির্ধারণ করার দাবি জানান তারা।
উল্লেখ্য, করোনাকালীন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়।
এইউএ/বিএ/এমকেএইচ