করোনা সহায়তায় জাতীয় পার্টির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৭ জুন ২০২০

করোনায় গণসচেতনতা সৃষ্টি, আক্রান্তদের সুরক্ষা এবং করোনায় মারা যাওয়াদের লাশ স্বেচ্ছায় দাফনে করোনা সহায়তা কমিটি গঠন করেছে জাতীয় পার্টি।

রোববার (৭ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি সারাদেশে সদস্য সংখ্যা বর্ধিত করতে পারবেন।

এইউএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।