‘মানুষকে করোনা থেকে রক্ষা নয়, বিরোধী দল দমনের পথে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১২ জুন ২০২০
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে যখন প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে তখন ভীত-সন্ত্রস্ত ও হতাশাগ্রস্ত মানুষকে করোনার হাত থেকে রক্ষা নয় বরং কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা সুদৃঢ় করতে সরকার অত্যন্ত নির্লজ্জভাবে বিরোধী দল দমনের পথেই হাঁটছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবিৃতিতে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, দেশ থেকে বিরোধী দল ও মতকে উৎখাত করে নব্য বাকশালী শাসন চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে আওয়ামী সরকার তাদের লালিত সন্ত্রাসীদের দিয়ে হত্যা, গুম, জখম ও লুটপাটের মতো অপকর্মের মাধ্যমে দেশকে এক অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে নিক্ষেপ করেছে। একদলীয় শাসনের আস্বাদন চিরকাল ভোগ করার অলীক স্বপ্ন বাস্তবায়ন করতেই সন্ত্রাসীদের দ্বারা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর চলছে বেপরোয়া গতিতে জুলুম ও সন্ত্রাস।

তিনি বলেন, টাঙ্গাইল শহর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের পৈশাচিক হামলায় গুরুতর আহত হয়ে গতকাল মৃত্যুবরণ করেন। এটি বর্তমান শাসকগোষ্ঠীর চলমান সহিংস সন্ত্রাসের আরও একটি নির্মমতার সাক্ষী।

মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের মরণ ছোবলে দেশের মানুষ যখন আতঙ্কিত, এই মহামারি ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে যখন প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে তখন ভীত-সন্ত্রস্ত ও হতাশাগ্রস্ত মানুষকে করোনার হাত থেকে রক্ষা নয় বরং কেবলমাত্র রাষ্ট্রক্ষমতাকে সুদৃঢ় করতে সরকার অত্যন্ত নির্লজ্জভাবে বিরোধী দল দমনের পথেই হাঁটছে।

বিএনপি মহাসচিব বলেন, একদিকে করোনাভাইরাসের ছোবল অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়ে হত্যার ঘটনায় দেশ যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। সবদিক থেকে ব্যর্থ বর্তমান সরকার নানা দিক দিয়ে দেশকে যে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নিপতিত করেছে তাতে ইতিহাসের স্বৈরাচারী শাসকদের পরিণতির কথা তাদের স্মরণে রাখা উচিৎ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে টাঙ্গাইল শহর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিনের হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি আমিনুর রহমান আমিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কেএইচ/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।