‘স্বাস্থ্য খাতে দুর্নীতির মূল্য মানুষকে জীবন দিয়ে দিতে হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৩০ পিএম, ১২ জুন ২০২০

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চটগ্রাম নগর সভাপতি রিদওয়ানুল হক শামসী বলেছেন, ‘দেশব্যাপী করোনাভাইরাস যখন মহামারি আকার ধারণ করেছে, তখন সরকারি আমলা ও জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব ভুলে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছে। স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা এবং সীমাহীন দুর্নীতির মূল্য জীবন দিয়ে দিতে হচ্ছে মানুষকে।’

তিনি বলেন, ‘দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকেই চিকিৎসা কেন্দ্রগুলোতে ছিল চরম অব্যবস্থাপনা। রোগী ভর্তি ও চিকিৎসায় বিড়ম্বনা, নমুনা প্রদানে বিড়ম্বনা, রোগী ও রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের অশালীন আচরণ এখন নিয়মিত অভিযোগে পরিণত হয়েছে।’

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে করোনা চিকিৎসায় চরম অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে রিদওয়ানুল হক শামসী বলেন, 'করোনার এই পরিস্থিতিতে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে তদারকি না থাকায় অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীরা এ খাতকে দুর্নীতির মহোৎসব কেন্দ্রে পরিণত করেছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে করোনা চিকিৎসায় ব্যবহৃত হয় এমন পণ্যের দাম বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গতকালও গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, চট্টগ্রাম কয়েকজন ব্যবসায়ী মিলে অক্সিজেন সিলিন্ডারের সংকট তৈরি করে এর দাম বহুগুণ বাড়িয়ে ফেলেছে। এ যেন মড়ার উপর খাড়ার ঘাঁ। কিন্তু এদের বিরুদ্ধে সরকারের যেন করার কিছু নেই। আমরা প্রশাসনের এমন নির্বিকার আচরণের নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।'

প্রস্তাবিত বাজেটকে দুর্নীতির আইনি অনুমোদন পত্র উল্লেখ করে তিনি বলেন, 'বিগত সরকারগুলোর ধারাবাহিকতায় এবারের বাজেটেও সরকারদলীয় নেতাকর্মীদের লুটপাটের সুবিধার দিকে লক্ষ্য রেখে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকেদের অবৈধ টাকা সাদা করার সুযোগ করে দেয়া হয়েছে।'

মানববন্ধনে সংগঠনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনে সঞ্চালনা আরও বক্তব্য দেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি মুহা. ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মুহাম্মদ তানভীর হোসাইন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খলীল, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান রবিন, আলীয়া মাদরাসাবিষয়ক সম্পাদক মামুন রশিদ, নগর সদস্য আব্দুল কাদের, বাকলিয়া থানা শাখার সভাপতি মুহাম্মদ নূরনবী শাওন প্রমুখ।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।