উন্নয়নের নামে ভাঁওতাবাজি চলছে : আসিফ নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ পিএম, ১৩ জুন ২০২০
ফাইল ছবি

দেশে উন্নয়নের নামে সম্পূর্ণ ভাঁওতাবাজি চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল।

শনিবার (১৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের’ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, ‘করোনাভাইরাসেরর কারণে রাস্তা-ঘাটে ঘুরতে ঘুরতে মানুষ মারা যাচ্ছে। উন্নয়নের নামে সম্পূর্ণ ভাঁওতাবাজি চলছে। স্বাস্থ্যখাতের জঘন্য চিত্র দেখে তা বোঝা গেছে। কোনো জবাবদিহি নেই।’

সভায় যুক্ত হয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘আড়াই মাস আগে আমি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ অনেক দলের পক্ষ থেকে দাবি ছিল, সব রাজনৈতিক মহলকে সংশ্লিষ্ট করে সমাধান করতে। এই করোনা কেবল আওয়ামী লীগ বা বিএনপির কেবল নয়, এটা সারাবিশ্বে আগ্রাসী ভূমিকায় রয়েছে। করোনাভাইরাস মোকাবিলা করতে হলে সবার চেষ্টা লাগবে।’

জাতীয়তাবাদী মুুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় যুক্ত হন বিএনপির সাবেক নেতা কর্নেল (অব.) অলি আহমদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডাকসু ভিপি নুরুল হক নুর। এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

কেএইচ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।