কোভিড-১৯ বিষয়ে আ.লীগের প্রশিক্ষণ কর্মশালা আজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২২ জুন ২০২০

কোভিড-১৯ বিষয়ে দ্বিতীয় পর্যায়ে রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে আজ।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় অনলাইন জুমে মাধ্যমে এটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। স্বাগত বক্তব্য প্রদান করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

অনুষ্ঠানটি অনলাইন জুমের (Meeting ID: 894 6303 2965, Password: 468788) মাধ্যমে যুক্ত হয়ে স্বচিত্র কাভারেজের জন্য সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

এফএইচএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।