পাটকল বন্ধের প্রতিবাদে শ্রমিক ফ্রন্টের প্রতীকী অবস্থান কাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৬ জুন ২০২০

রাষ্ট্রীয় পাটকলসমূহ বন্ধ করার সরকারি সিদ্ধান্ত বাতিল করে পাটকল আধুনিকায়ন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপের প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে প্রতীকী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

শনিবার (২৭ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে। একই দাবিতে এসময় দেশের জেলা, উপজেলা ও শিল্পাঞ্চলে এ কর্মসূচি পালতি হবে।

এছাড়া করোনার কারণে দেশে এবং বিদেশ প্রত্যাগত কর্মহীনদের জন্য কর্মসংস্থান, শ্রমিকদের রেশন, আবাসন, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও করোনাকালে শ্রমজীবী পরিবারপ্রতি মাসিক আট হাজার টাকা হারে নগদ সহায়তা দিতে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এক বিবৃতিতে এ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এফএইচএস/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।