করোনার মহাদুর্যোগে রাষ্ট্রকে অবশ্যই নাগরিকের পাশে দাঁড়াতে হবে
করোনা পরীক্ষার ফি নেয়ার সিদ্ধান্ত বাতিল করে মহাদুর্যোগের এই সময়ে রাষ্ট্রকে নাগরিকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
মঙ্গলবার (৩০ জুন) দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে বলেন, করোনা মহামারির শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষা বাড়ানোর ওপর জোর দিয়ে আসছে। দ্রুত পরীক্ষা ও শনাক্তকরণ যেখানে জরুরি সেখানে পরীক্ষার ওপর মূল্য বা ফি নির্ধারণ কর্মহীন বেকার অসহায় মানুষের পরীক্ষা করাতে নিরুৎসাহিত করবে। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বাড়বে। যার পরিণতি হবে ভয়াবহ।
নেতারা বলেন, বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ৪৩ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। ইউনিসেফ বলছে বাংলাদেশের বহু পরিবার এখন তিন বেলা খেতে পায় না। অন্যদিকে হাজার হাজার বন্যার্ত মানুষ আশ্রয়ের সন্ধান করছে। পানিতে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা বলেন, মহামারির এই পরিস্থিতিতে মানুষের যখন উপার্জনের পথ বন্ধ, জীবিকা হুমকির মুখে সেই মুহূর্তে করোনা পরীক্ষায় সরকারি ফি নির্ধারণ সাধারণ জনগণের দুঃখ-দুর্দশার প্রতি উপহাসের নামান্তর। রোগ প্রতিরোধ করার দায়িত্ব সরকারের। করোনা পরীক্ষা রোগ প্রতিরোধ কর্মকাণ্ডের অংশ। সরকারের ভুল পরিকল্পনায় বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। সেখানে করোনা পরীক্ষা করার ক্ষেত্রে সরকারের অর্থের অভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতারা আরও বলেন, মহাদুর্যোগের এই সময়ে রাষ্ট্রকে অবশ্যই নাগরিকের পাশে দাঁড়াতে হবে। অসহায় উপার্জনহীন প্রান্তিক মানুষদের সুরক্ষা দিতে হবে।
করোনা সংক্রমণ বিস্তার রোধে পরীক্ষার ফি নেয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
এইউএ/এমএফ/এমকেএইচ