নাগরিক ঐক্যের মেডিকেল টিমের প্রধান করোনা আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৭ জুলাই ২০২০

করোনা মোকাবিলায় নাগরিক ঐক্যের গঠিত মেডিকেল টিমের প্রধান চিকিৎসক ডা. শোয়েব মোহাম্মদ করোনা আক্রান্ত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

ডা. শোয়েব মোহাম্মদ গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সিটি হাসপাতালে কর্মরত। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা চিকিৎসার সময়ও তিনি সেখানে যুক্ত ছিলেন।

দেশে মহামারি করোনা সংক্রমণ শুরু হবার পর গত ২৪ মার্চ করোনা আক্রান্তদের টেলিমেডিসিন সেবা এবং সরাসরি রোগীর বাড়িতে গিয়ে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য মেডিকেল টিম গঠন করে নাগরিক ঐক্য। করোনা মোকাবিলায় এটিই বাংলাদেশে গঠিত প্রথম টেলিমেডিসিন টিম।

চিকিৎসা সেবার পাশাপাশি ছিন্নমূল মানুষদের মধ্যে একবেলা রান্না করা খাবার বিতরণের ব্যবস্থাও করেছিলেন ডা. শোয়েব।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ডা. শোয়েব মোহাম্মদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কেএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।