সমসাময়িক বিষয়ে বিএনএফের আলোচনা সভা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৬ মে ২০২১

কোভিড-১৯ মহামারি, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, গাজায় ইসরাইলের বোমাবর্ষণ, রোহিঙ্গা ইস্যু, হেফাজত ও অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

বুধবার (২৬ মে) রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনএফ প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ।

এস এম আবুল কালাম আজাদ বলেন, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমমনাদের নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করে সংকট মোকাবিলা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তাব করছি। হেফাজত-জামায়াত-বিএনপির ষড়যন্ত্র/চক্রান্ত নির্মূল করতে এর কোনো বিকল্প নেই।

কোভিড-১৯ ইস্যু নিয়ে তিনি বলেন, আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য মসজিদ থেকে নিয়ন্ত্রণ তুলে নেয়া দরকার। টিকা প্রদান নিশ্চিতে সরকার প্রধানের ইচ্ছা থাকা সত্ত্বেও মন্ত্রী ও মন্ত্রণালয়ের গাফিলতির কারণে সংকট সৃষ্টি হয়েছে।

ভারতের সঙ্গে পানিবণ্টন ও আকাশসীমা বিষয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে ভারতের যে এমওইউ স্বাক্ষর হয়েছিল সে অনুযায়ী অবিলম্বে পানি বণ্টন করতে হবে। বাংলাদেশের সমুদ্রসীমা ও ছিটমহল বিনিময় চিহ্নিত করা হয়েছে কিন্তু আকাশসীমা চিহ্নিত করা হয়নি।

হেফাজতের বিষয়ে তিনি বলেন, হেফাজতের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হলেও তারা নীরব নয়, তারা ধীরে ধীরে গতিশীল হচ্ছে। সরকারের উচিত বিএনএফসহ সকল দেশপ্রেমিক দলকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করা।

এস এম আবুল কালাম আজাদ বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। রোহিঙ্গারা তাদের মতো করে ফেরত যাবে সেই দায়িত্ব সরকার নেবে না, সেটা আন্তর্জাতিক মহল নেবে। ফিলিস্তিন ও ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে, তাহলে ফিলিস্তিনের শান্তি ফিরে আসবে।

তিনি আরও বলেন, কালো টাকা সাদা করতে দেয়া যাবে না। এটা দুর্নীতিকে উৎসাহিত করবে। জাতীয় প্রবৃদ্ধিতে কোনো অবদান রাখে না বরং কালো টাকা সাদা হয়ে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এ জন্য অবিলম্বে দুর্নীতি দমন মন্ত্রণালয় গঠন করা জরুরি।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনএফের ভাইস চেয়ারম্যান মো. আতিকুর রহমান খান নাজিম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শফিউল্লাহ চৌধুরী, যুগ্ম মহাসচিব এস এম ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সৈয়দ মাহবুব হাসান আজাদ শাওন ও খলিলুর রহমান খান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার ই কায়নাত, যুববিষয়ক সম্পাদক রিয়াজুল আহসান রনি, ছাত্রবিষয়ক সম্পাদক সজীব কায়সার মিথুন প্রমুখ।

এইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।