খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যা বললেন চিকিৎসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৮ আগস্ট ২০২১

করোনা পরবর্তী শারীরিক অসুস্থতা থেকে মুক্তি মিললেও বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিসসহ পুরোনো রোগে ভুগছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে খালেদা জিয়ার টিকার দ্বিতীয় ডোজ নেয়া শেষে জাহিদ হোসেন সাংবাদিকদের একথা জানান।

ডা. জাহিদ বলেন, করোনা থেকে সুস্থ হওয়ার পর বেশকিছু জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। এখন সেগুলো থেকে কিছুটা ভালো আছেন। তবে তার আগে বার্ধক্যজনিত যেসব সমস্যা ছিল সেগুলো এখনো আছে। তাই তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে সুপারিশ করেছিলেন আমরা মনে করি সেটি এখনো প্রয়োজন আছে।

বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দোয়া চেয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, করোনার টিকা নেওয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছেন। পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়। তাই তিনি যেন ভালো থাকতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন।

কেএইচ/এমএসএম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।