যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল ফের করোনা আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১২ পিএম, ২০ জানুয়ারি ২০২২
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ফের করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত ১৮ জানুয়ারি শারীরিক অসুস্থতা অনুভব করায় করনোার নমুনা পরীক্ষা করান।

গতকাল বুধবার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তিনি বাসায় কোয়ারেন্টাইনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। যুবলীগ সাধারণ সম্পাদক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসইউজে/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।