ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রনি হাসানের উপর ছিনতাইকারীদের হামলা এবং ওই ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরী গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধনে ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়তই এ ধরনের দুর্ঘটনার সম্মুখীন হলেও বরাবরই বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের অনীহা লক্ষ্য করছি। একইসঙ্গে এ ঘটনায় দায়িত্বে অবহেলা করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ছিনতাইকারীদের হামলা ও পুলিশের দায়িত্বে অবহেলার তীব্র নিন্দা জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মেহেদী ইকবাল।
সাভার হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, “ইতোমধ্যে আমরা ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। এ ধরনের অনাকঙ্খিত ঘটনা এড়াতে ভবিষ্যতে আমরা আরো তৎপর হব।”
উল্লেখ্য, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার হাইওয়ে থানার পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভূগোল ও পরিবেশ বিভাগের রনি হাসান আহত হন। বর্তমানে সে সাভারের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন।
হাফিজুর রহমান/আরএস/এমএস