মুক্তিপণ না পেয়ে চার বছরের শিশুকে হত্যা


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের দুই দিন পর চার বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনরা সোমবার রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ সনাক্ত করেন।

শিশু সোলায়মান (৪) জামালপুরের ইসলামপুর থানার ভেনুয়ারচর এলাকার মোকারম হোসেনে ছেলে। মোকারম হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার আ. মোতালেবের বাড়িতে থেকে ভঙারি মালামালের ব্যবসা করেন। তিনি ওই এলাকায় প্রায় আট বছর ধরে বসবাস করছেন।

বাবা মোকাররম জানান, বিকেল ৫টার দিকে তার ছেলে সোলায়মান দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ওই রাতেই তার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি রোববার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

স্থানীয় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, কাশিমপুর সুরাবাড়ি এলাকার রাইস মিলের পাশে কালভার্টের কাছে জঙলে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে রাখে গেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।