আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ওরস শরীফ


প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ফরিদপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে চার দিনব্যাপি বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ। মঙ্গলবার ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে ফজরের নামাজের পর এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজত পরিচালনা করেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সাল।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কয়েক বর্গকিলোমিটার এলাকা জুড়ে আশেকান ও জাকেরান ভক্তবৃন্দসহ লাখো মানুষ আখেরি মোনাজাতে অংশ নেয়।

১৭ মিনিটের আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এর আগে বিশ্ব অলি হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী ( কু.ছে.আ.) সাহেবের রওজা শরীফ জিয়ারত করেন ভক্ত আশেকানরা।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হওয়া এ ওরস শরীফে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ সমবেত হয়ে জিকির আসকার, কোরআন তেলাওয়াত ও ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল নামাজ আদায় করেন।

এস.এম তরুন/এফএ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।