জনগণ ক্ষমতায় পাঠালে দেশের অর্থনীতি মেরামত করবো: মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৮ নভেম্বর ২০২২

জনগণ বিএনপিকে ক্ষমতায় পাঠালে আন্তরিকতার সঙ্গে দেশের অর্থনীতি মেরামত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, আমরা আশ্বস্ত করতে চাই যে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, মানুষের অধিকারের জন্য আন্দোলন করছি, অর্থনীতিকে মেরামত করার জন্য আন্দোলন করছি। ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ক্ষমতায় পাঠায় আমরা সেই কাজগুলো আন্তরিকতার সঙ্গে করবো। দেশকে রক্ষা করবো। জনগণকে রক্ষা করবো। অর্থনীতি রক্ষা করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

সোমবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, আমরা বিশ্বাস করি জনগণ আমাদের নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি তাকে আগামী দিনের ক্ষমতায় বসাবে।

গণতন্ত্র শক্তিশালী করার আগে উদ্ধার করা জরুরি মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গণতন্ত্র শক্তিশালী করার আগে গণতন্ত্র থাকতে হবে। আজ দেশে যেই গণতন্ত্র অনুপস্থিত, তাকে উদ্ধার করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্ন এলো কেন? আজ গায়ের জোরে, বিনাভোটে সরকারে আছে প্রায় ১৪ বছর।

মোশাররফ বলেন, জনগণ এই সরকারকে চায় না, বিএনপির গত আটটি সমাবেশে তারা এই বার্তা দিয়েছে এবং আমরা ১০ তারিখ আমাদের সমাবেশ থেকে এই সরকারকে বিদায়ের জন্য কর্মসূচি ঘোষণা দেবো। ইনশাআল্লাহ এই দেশের মানুষ রাস্তায় নেমে এই গায়ের জোরের সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে, একটা নিরেপক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, এসএওয়াইআরসির চেয়ারম্যান সুমন হক।

কেএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।