ওসমানীনগরে ভালোবাসায় সিক্ত চার ব্রিটিশ এমপি ও কাউন্সিলর


প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

সিলেটের ওসমানীনগরে সংবর্ধিত হলেন ব্রিটিশ পার্লামেন্টের চার এমপিসহ কাউন্সিলরবৃন্দ। বুধবার ওসমানীনগরবাসীর উদ্যোগে বুরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত হন তারা।

ব্রিটিশ পার্লামেন্টের চার এমপিসহ সংবর্ধিত অথিতি হলেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডবার, স্যার স্টিফেন স্টিমস এমপি, কেয়ার স্টমার এমপি, জন রিড এমপি, সৈয়দ আবুল বাশার, কাউন্সিলর নাসিম আলি, কাউন্সিলর আবদুল হাই, কাউন্সিলর মতিনুজ্জামান, রবার্ট ইভান্স, ক্রিস ওয়েভার্সসহ লেবার পার্টির প্রভাবশালী নেতৃবৃন্দ।

ওসমানীনগরের কৃতিসন্তান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের সদ্যসাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, শাহানা পারভীন এমপি, রাহিমা আক্তর এমপি, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ড. আহমদ আল কবির, সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপি।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সেলিনা মোমেন, সাংবাদিক তাজুল মাহমুদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরান, স্বাস্থ্য সম্পাদক আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান মতছিন আলী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, মহানগর সভাপতি রুম্মান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, লোকমান আহমদ, শাহিন আহমদ, সাজলু লস্কর প্রমুখ।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক মুক্তি ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। যারা মহান মুক্তিযোদ্ধের বিরোধিতা করেছিল তাদের বিচার বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে।

"
অনুষ্ঠানে ব্রিটিশ এমপিগণ বক্তব্যে সিলেটি কথা বলার চেষ্টা করে এক এমপি বলেন, ‘হ্যালো সিলেট, হ্যালো ওসমানীনগর, আমি বাংলাদেশ ভালোবাসি, সিলেট ভালোবাসি সে জন্য কোনো কোনো সময় সিলেটি কথা কইতাম চাই। যুক্তরাজ্য বাংলাদেশের ও সিলেটের বন্ধু।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বৃটেনের পার্লামেন্টে লেবার পার্টি থেকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকীসহ আমাদের সিলেটের রুশনারা আলী ও রুপা হক এমপি রয়েছেন। তিনি ব্রিটিশ এমপিদের প্রতি অনুরোধ জানান যে সিলেটবাসীর কথা চিন্তা করে বৃটিশ অ্যামবাসি সিলেটে স্থাপন এবং সিলেট থেকে যুক্তরাজ্য আর যুক্তরাজ্য থেকে সিলেট সরাসরি বিমান চালু করার জন্য বৃটিশ পার্লামেন্টে বলার।

সংবর্ধনা শেষে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, ফকির সাহাব উদ্দিন, সুমি, আশিক, সজলসহ সিলেটের স্বনামধন্য শিল্পীরা।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।