বিএনপি নেতাদের পরিদর্শনে আসার খবরে বাঙলা কলেজে উত্তেজনা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭ এএম, ০৯ ডিসেম্বর ২০২২

১০ ডিসেম্বর গণসমাবেশের ভেন্যু হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রস্তাব দেওয়া সরকারি বাংলা কলেজের মাঠ পরিদর্শনে বিএনপি নেতাদের আসার খবরে উত্তেজনা বিরাজ করছে। সেখানে প্রতিবাদ মিছিল করেছেন কলেজটির শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে কলেজের সামনের মিরপুর রোডে প্রতিবাদ মিছিল করেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা বিএনপিকে বাঙলা কলেজ মাঠে সমাবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন।

কলেজটির শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচএম সাদ্দাম হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই কলেজে কোনোক্রমেই জঙ্গি, সন্ত্রাসী ও স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষক বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের জীবন থাকতে আমরা সেটা হতে দেবো না।’

আরও পড়ুন: বিএনপির গণসমাবেশ: বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে ডিএমপি

বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ বলেন, ‘বিএনপি মানেই আগুন সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ। বিএনপিকে এখানে সমাবেশ করতে দিলে আমাদের এই সুন্দর ক্যাম্পাস তারা নষ্ট করে দেবে। যেটা আমরা কোনোভাবেই হতে দেবো না। তারা উন্মুক্ত মাঠে সমাবেশ করুক।’

এসময় ডিএমপির পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ বলেন, ‘বিএনপিকে দুটি মাঠের প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে বাঙলা কলেজ মাঠ একটি। এখানে তারা আসবে এবং আমাদের পুলিশের সিনিয়র কর্মকর্তারা আসবেন। এজন্য আমরা এখানে অবস্থান করছি।’

নাহিদ হাসান/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।