বাঁশখালী আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন আজ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে আজ। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর দুই নম্বর গেটের অদূরে নাসিরাবাদ এলাকার সামারা কনভেনশন সেন্টারে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৯ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গ্রামীণ উপজেলা বাঁশখালীর কমিটি গঠনের দ্বিতীয় অধিবেশন নগরে করা নিয়ে সমালোচনার মুখে পড়েছে স্থানীয় আওয়ামী লীগ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। দ্বিতীয় অধিবেশনে বাঁশখালী উপজেলার কাউন্সিলরদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এ অনুরোধ জানিয়েছেন।
এর আগে গত ৫ ডিসেম্বর বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
ইকবাল হোসেন/কেএসআর