স্বাস্থ্যমন্ত্রীর শাশুড়ির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফাইল ছবি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের শাশুড়ি লুৎফা আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী মরহুমা লুৎফা আলমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
লুৎফা আলম শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
একে/এমএস