গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়ি আটক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ায় সাদিয়া (১৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর শাশুড়িকে আটক করেছে পুলিশ।
বুধবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সাদিয়া বন্দর উপজেলার সালেহনগর এলাকার মনির হোসেনের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
নিহতের মা রুমা জানায়, উপজেলার সালেহনগর এলাকার কালু মিয়ার ছেলে শফিক মিয়ার সঙ্গে এক মাস আগে সাদিয়ার বিয়ে হয়। তাদের মধ্যে আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর বিভিন্ন সময়ে ৭০ হাজার টাকা ও একটি দামি মোবাইল দেয়া হয়েছে। মঙ্গলবার তার শাশুড়ি সর্বশেষ ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সাবিনা ইয়াসমিন নিহত সাদিয়ার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলে জানান।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গৃহবধূ সাদিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি শাহনাজ বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
শাহাদাত হোসেন/এফএ/এমএএস/এবিএস