সুন্দরগঞ্জে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন যারা


প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় সুন্দরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই তালিকা অনুমোদনের জন্য ঢাকায় দলীয় প্রধানের কার্যালয়ে পাঠানো হয়েছে।

এর আগে দলের ১৪টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি এবং ৯ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে অথবা সমঝোতার ভিত্তিতে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

যাদের নাম চেয়ারম্যান পদের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে তারা হলেন, বামনডাঙ্গা ইউনিয়নে মো. সমেস উদ্দিন, সোনারায়ে সৈয়দ বদিরুল আহসান, তারাপুরে মো. আব্দুস সামাদ, বেলকায় মো. মজিবুর রহমান, দহবন্দে গোলাম কবির মুকুল, সর্বানন্দে এটিএম রফিকুল ইসলাম, রামজীবনে সুনীল কুমার বর্মণ, ধোপাডাঙ্গায় অ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু, ছাপড়হাটিতে কনক কুমার গোস্বামী, শান্তিরামে মোস্তাফিজুর রহমান, কঞ্চিবাড়িতে মো. শফিউল ইসলাম, শ্রীপুরে মো. শহিদুল ইসলাম, চন্ডিপুরে গোলাম মোস্তফা আহমেদ ও কাপাসিয়া ইউনিয়নে লায়েক আলী খান।

তাদের মধ্যে সোনারায়ে সৈয়দ বদরুল আহসান, তারাপুরে মো. আব্দুস সামাদ ও চন্ডিপুরে গোলাম মোস্তফা আহমেদ চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। বাকিরা সবাই নতুন মুখ। বিএনপি ও জাতীয় পার্টি এখনও তাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে পারেনি।

অমিত দাশ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।