চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। বুধবার (২৫ জানুয়ারি) মহানগর বিএনপি কার্যালয়ের সামনে ফুটপাতে সমাবেশের জন্য ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এর আশপাশে কয়েকটি মাইকও লাগানো হয়েছে।

এদিন দুপুর ১২টার পর থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চের আশপাশে জড়ো হতে শুরু করেছেন। বিকেল সাড়ে ৩টায় সমাবেশ শুরুর কথা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

jagonews24

বিএনপির এ সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। সমাবেশস্থলের আশপাশের সড়কের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় চার মামলা, গ্রেফতার ২০

পুলিশ বলছে, গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে বিএনপির কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এজন্য আজকের কর্মসূচি ঘিরে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/ctg-20230125154319.jpg

অন্যদিকে ১৬ জানুয়ারি সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি মামলা করে। এতে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ প্রায় ছয়শ নেতাকর্মীকে আসামি করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত, আটক ১৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রামে বিএনপির কর্মসূচি নিয়ে পুলিশ সতর্ক রয়েছে। গত ১৬ জানুয়ারি তারা ভাঙচুর, পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটিয়েছিল। এজন্য আজ তাদের কর্মসূচি ঘিরে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের সমাবেশ থেকে তাদের কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। আমরা চাই, বিএনপি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি করুক।’

ইকবাল হোসেন/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।