বঙ্গবন্ধুর সেই বাইসাইকেলটি জাদুঘরে হস্তান্তর


প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ওয়াজেদ আলী মণ্ডলের কাছে সংরক্ষিত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত বাইসাইকেলটি জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ওয়াজেদ আলী মণ্ডলের কাছ থেকে সাইকেলটি বুঝে নেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কীপার ড. স্বপন কুমার বিশ্বাস, সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার মোহাম্মদ সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রেশন অফিসার মো. আবু ইউনুছ।

এসময় সেখানে বালিয়াকান্দি উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী অ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরীর পক্ষে রাজবাড়ীতে নির্বাচনী প্রচার চালাতে এসেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ওই সময় এ বাইসাইকেল চালিয়ে ভোট চেয়েছেন। ওই বাইসাইকেলটির মালিক ওয়াজেদ মণ্ডল দীর্ঘদিন সাইকেলটি যত্ন করে সংরক্ষণ করে রেখেছিলেন।

রুবেলুর রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।