গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:২১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িবাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাইভেটকারের আরোহী রতন দাস (৩২), তার শ্যালিকা কাজল রাণী দাস (১৮) ও চালক সজল (২০)।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান রাজ বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি গজারিয়ার দড়িবাউশিয়ায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারালে তা পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রতন ও কাজলের মৃত্যু হয়।

পরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান চালক। এ ঘটনায় আহত চিত্তরঞ্জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং অপর আহত শীতল দাস প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।