হিমেল হত্যা মামলার রায় পেছালো


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র হিমেল দাশ সুপন হত্যার রায় পিছিয়েছে। সোমবার এই হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হলেও রায় প্রস্তুত না থাকায় তা ঘোষণা করা যায়নি। তবে রায় ঘোষণার নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন আইনজীবী।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের শুনানি শেষে আজ ২৯ ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা ছিল। তবে রায়ের প্রস্তুতি না থাকায় ঘোষণা করা হয়নি। তিনি আরো বলেন, নতুন তারিখ ঠিক করে এক সপ্তাহের মধ্যে রায় দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৮ মে পরিচিত কয়েকজন বেড়ানোর কথা বলে হিমেল দাশকে চট্টগ্রাম থেকে বান্দরবানে নিয়ে যায়। পরদিনই তাকে হত্যা করা হয়। হিমেল ওই বছর চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল বের হওয়ার মাত্র চারদিন আগে তাকে হত্যা করা হয়। তার এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয় ওই বছরের ১২ মে, আর পুলিশ তার লাশ উদ্ধার করে ১৪ মে।  

এ ব্যাপারে নগরীর ডবলমুরিং থানায় মামলা হওয়ার পর ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ছয়জনকে আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেয়। চার্জশিটে মামলার এজাহারভুক্ত ছয় আসামি হলেন; হিমেলের বন্ধুর দুলাভাই মাহমুদুল ইসলাম (৩০), হিমেলের চাচা সম্পর্কের সুনীল দাশ (৪২), মিজানুর রহমান চৌধুরী মিজান (২৭), মোহাম্মদ হোসেন সাগর (২৭), মোহাম্মদ নজরুল ইসলাম লাল মিয়া (৩৭) ও মোহাম্মদ সেলিম। আসামিদের মধ্যে মোহাম্মদ হোসেন সাগর ও মোহাম্মদ সেলিম পলাতক থাকলেও বাকি ৪ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

জীবন মুছা/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।