রাজউকের উপর ক্ষোভ ঝাড়লেন মেয়র আনিসুল


প্রকাশিত: ১১:১৮ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক।

সোমবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক সভায় রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদীনকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। “আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবসা পরিচালনা বিষয়ে করণীয় শীর্ষক” এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আনিসুল হক বলেন, কোনো ভবনের রাজউকের অনুমোদন ১৫ তলা সেখানে নির্মাণ করা হচ্ছে ২০ তলা। ৪ হাজার স্কয়ার ফুটের বিপরীতে নির্মাণ হচ্ছে সাড়ে ৪ হাজার। এসব কিভাবে হচ্ছে। রাজুউকের কি চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই? নাকি তাদেরই যোগসাজশে এসব হচ্ছে?

আনিসুল হক বলেন, আমাদের কানে আসে টাকার বিনিময়ে রাজউকের পক্ষ থেকে অনুমোদন দেয়া হচ্ছে। রাজউক ভবন নির্মাণের খবর পেয়ে অনুমোদন দেয়। কিন্তু অনুমোদনের পর কিভাবে নির্মাণ করা হচ্ছে তা খেয়াল রাখে না।
 
মেয়র বলেন, ২০০৭ সালের পর থেকে ট্রেড লাইসেন্স বন্ধ। কিন্তু এরপরও কেন অনুমোদন মেলে? যদি অনুমোদন নাও মেলে তবে কি করে বাণিজ্যিক ভবন নির্মাণ হচ্ছে? এর সব কিছুরই উত্তর জানেন রাউজক কর্তৃপক্ষ।

উত্তরে রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, আমি স্বীকার করছি রাউজকের দায় বদ্ধতা রয়েছে। বলতে পারেন হয়তো আমাদের যোগসাজশও থাকতে পারে। তবে ঢাকার আবাসিক এলাকায় কি ধরণের বাণিজ্যিক ভবন নির্মাণ করা যাবে সেজন্য ২০০৯ সালে একটা পরিপত্র জারি করেছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। কিন্তু এর কোনোটাই যে মানা হচ্ছে না তা নয়। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়য়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিও মেজবাহুল ইসলাম, ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের সিও খান মো. বেলাল ও সাবেক নির্বাচন কমিশনার শামসুল হুদা।

জেইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।