ঝিনাইদহে গম ক্ষেতে ব্লাস্ট রোগের সংক্রমণ
দিনে গরম আর রাতে ঠান্ডা। আবহাওয়া তাপমাত্রার পার্থক্য ১২-১৪ ডিগ্রি সেলসিয়াস। তার উপর হঠাৎ বৃষ্টি। ফলে ঝিনাইদহে গম ক্ষেতে ব্লাস্ট নামক রোগের সংক্রমণ দেখা দিয়েছে। দেশে গম ক্ষেতে এ রোগের সংক্রমণ প্রথম বলে কৃষি তথ্যে জানা গেছে।
বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের একটি টিম গত ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহের বিভিন্ন এলাকার গম ক্ষেত পরিদর্শন করেন। এসময় ফসলের আলামত পরীক্ষা করে একে ব্লাস্ট নামক রোগ বলে প্রাথমিক ধারণা করেন তারা।
কৃষি তথ্যে জানা গেছে, গম আবাদে ব্লাস্ট নামক রোগের সংক্রমণ প্রথম ব্রাজিলে আবিষ্কৃত হয়। পরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশে ব্লাস্ট রোগের সংক্রমণ এই প্রথম বলে জানা গেছে। এ রোগের সংক্রমণে ফসলের উৎপাদন ৭৫% কমে যেতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।
গম চাষি সদর উপজেলার চান্দেরপোল গ্রামের কৃষক মতিয়ার রহমান বলেন, গমের পাতা প্রথমে হলুদ বর্ণ হয়। পরে কালো দাঁগ হয়ে সেগুলো আস্তে আস্তে বড় আকার ধারণ করে। এখন গমের শীষ গুলো শুকিয়ে যাচ্ছে। এ বছর প্রায় তিন বিঘা জমিতে গম আবাদ করেছেন তিনি।
তিনি আরও বলেন গম ফসলে এ বছর যে সমস্যা দেখা দিয়েছে তা দেশ স্বাধীনের দীর্ঘ ৪৫ বছরে দেখেননি। এ সমস্যায় ফলন কমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বছর ঝিনইদহে রেকর্ড পরিমান গমের আবাদ হয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে গমসহ অন্যান্য আবাদে একটু সমস্যা দেখা দিয়েছে। তবে গম আবাদের সমস্যা সমাধানের জন্য বীজ উৎপাদন কেন্দ্রের বৈজ্ঞানিকগণ যেভাবে পরামর্শ দিচ্ছেন তা ঝিনাইদহ কৃষি বিভাগ কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে।
তিনি আরো জানান, শুধু ঝিনাইদহ নয়। শুনেছি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা গুলোতে বারি-২৬ নামক জাতের সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানের জন্য ওই সকল কর্মকর্তাও কাজ করছেন।
জানা গেছে, চলতি বছর ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় ১০ হাজার ৩২০ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। যা লক্ষ্য মাত্রার চেয়ে ৩ হাজার ১৯৭ হেক্টর বেশি।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ কেন্দ্রের উপপরিচালক শাহ্ মোহাম্মদ আকরামুল হক বলেন, আমি শুনেছি কোনো কোনো গমের ক্ষেতে সমস্যা দেখা দিয়েছে। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যামে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দেয়া হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পরই মূল বিষয়টি জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ছত্রাকের কারণেই এমন হয়েছে বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এফএ/আরআইপি